পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ ডিসেম্বর —— দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা পিক আপ ভ্যানের। গুরুতর আহত চালক। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরামের মাঝিয়ান এলাকায়। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট – গাজোল ৫১২ জাতীয় সড়ক। যদিও পতিরাম থানার পুলিশ মুহুর্তের মধ্যে পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি।
পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, এদিন দুপুরে বালুরঘাট থেকে একটি যাত্রীবোঝাই বাস গঙ্গারামপুরের দিকে যাবার সময় পতিরামের মাঝিয়ান এলাকায় যাত্রী নামাতে দাঁড়িয়ে পড়ে। সেইসময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকয়াপ ভ্যান সজোরে ধাক্কা মারে ওই যাত্রী বোঝাই বাসটিকে। বাসের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুমড়ে মুচড়ে যায় পিক আপ ভ্যানটি। গুরুতর আহত হয় পিক আপ ভ্যানের চালক। যাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ভর্তি করেন বালুরঘাট জেলা হাসপাতালে।
প্রত্যক্ষদর্শী নীলু সরকার বলেন, বাসটি যাত্রী নামানোর সময় আচমকা পিছন থেকে ওই পিক আপটি এসে ধাক্কা মারে। যার চালক গুরুতর আহত হয়েছে।