বারবার দুর্ঘটনা ঘটার ফলে মৃত্যু ঘটনা ঘটেছে,ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পথ অবরোধে শামিল হল স্থানীয় বাসিন্দারা ।

0
194

কোচবিহার :- নিউ কোচবিহার সংলগ্ন বাইশগুড়ি এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের উপর যে ফ্লাইওভার রয়েছে সেখানে বারবার দুর্ঘটনা ঘটার ফলে মৃত্যু ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পথ অবরোধের শামিল হল স্থানীয় বাসিন্দারা । অভিযোগ ফ্লাইওভারে নেই সঠিক পথ বাতির ব্যবস্থা। বাড়ি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা করতে হবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে 31 নম্বর জাতীয় সড়ক পথ বেঁধে নেমেছেন এলাকার মানুষ। যার ফলে আটকে গিয়েছে বহু গাড়ি । ঘটনার খবর ঘটনায় এসেছেন পুন্ডিবাড়ী থানা পুলিশ ।স্থানীয়দের অভিযোগ ফ্লাইওভার কোনরকম বাতি নেই ।পুলিশের ব্যবস্থা না থাকায় গাড়ি বেশি গতিতে চলে ।যার ফলে দুর্ঘটনা ঘটে ।ইতি মধ্যে বহু প্রাণ গিয়েছে । ফ্লাইওভারে পথ বাতির ব্যবস্থা করতে হবে । এছাড়া ট্রাফিক ব্যবস্থা করতে হবে এই দাবিগুলো কে সামনে রেখে দিন পথ অবরোধের শামিল হল এলাকার মানুষ । প্রায় ঘন্টা দেড়েক অভ্র চলার পর পুলিশের রাস্তা অবরোধ করে নেন তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here