পঞ্চানন বর্মা জন্মভিটা অর্থাৎ শিতলকুচি খলিসমারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস এই শিক্ষাবর্ষেই পঠন পাঠান চালু হতে যাচ্ছে ।

0
373

কোচবিহার:- পঞ্চানন বর্মা জন্মভিটা অর্থাৎ শিতলকুচি খলিসমারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস এই শিক্ষাবর্ষেই পঠন পাঠান চালু হতে যাচ্ছে ।রাজ্য শিক্ষা দপ্তর থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে ।সোমবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় একটি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেব কুমার মুখোপাধ্যায় ।উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্টার ডক্টর আব্দুল কাদের সফালি। একই সাথে নতুন বছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় চালু করতে যাচ্ছে নিজস্ব কমিউনিটি রেডিও । যার ছাড়পত্র তারা পেয়ে গিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। স্বাভাবিকভাবে দ্বিতীয় ক্যাম্পাসে পঠন-পাঠন শুরু হওয়ার খবরে উচ্ছ্বসিত শীতলকুচি সহ গোটা মাথাভাঙ্গা বাসিন্দারা। দীর্ঘদিন থেকে ঠাকুর পঞ্চানন বর্মা জন্মস্থানে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার দাবি উঠে আসছিল। গত ফেব্রুয়ারি মাসে সেই দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিকভাবে সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেখানে পঠন-পাঠন চালু করা অনুমোদন পেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বাংলা ও ইতিহাস দুটি বিভাগ চালু করা হলেও আগামী দিনে পরিকাঠামো উন্নত করে সেখানে আরও কয়েকটি বিভাগ চালু করার পরিকল্পনা কর্তৃপক্ষ রয়েছে।


বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর দেব কুমার মুখোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী আগেই দ্বিতীয় ক্যাম্পাস এর সূচনা করেছিলেন। রাজ্য শিক্ষা দপ্তর থেকে তার অনুমোদন এসে গিয়েছে। ইতিমধ্যে তা নিয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠক করে 5 জনের কমিটি করা হয়েছে । কমিটি আলাদা করে বৈঠক করে বাকি সিদ্ধান্ত গ্রহণ করে এই সপ্তাহের মধ্যে সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হবে । এছাড়াও পুনরায় খলিসামারি দ্বিতীয় ক্যাম্পাস রাজস্থান পরিদর্শন করা হবে । বর্তমানে দুটি বিষয়ে 50 জন করে সিট অনুমোদন করা হয়েছে ।


বিশ্ববিদ্যালয় সূত্রে খবর খলিসামারি মনীষী পঞ্চানন বর্মা জন্মস্থান রয়েছে । সেখানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাসের জন্য ইতিমধ্যে জমি হস্তান্তর করা হয়েছে এবং কিছুটা জমি আরো হস্তান্তর করার কথা রয়েছে । সেখানেই দ্বিতীয় ক্যাম্পাস পরিকাঠামো তৈরি করার জন্য পরিকল্পনা গ্রহণ করে অনুমোদন জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে । তবে অস্থায়ীভাবে এবার এখানে প্রোটন প্রোটন শুরু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিপক্ষকে যে জমি হস্তান্তর করা হয়েছে সেই জমিতে পঞ্চানন বর্মা সংগ্রহশালা রয়েছে । সেখানে অবস্থা এভাবে পঠন-পাঠন শুরু হতে চলেছে পরবর্তীতে নিজস্ব ভবন তৈরি হলে এই বিভাগ সেখানে হস্তান্তরিত করা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here