ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দক্ষিন দিনাজপুরে ১১১ টি মেডেল এনে দিল ওয়ার্ল্ড ট্রাডিশনাল শোটোকান ক্যারাটে ফেডারেশন

0
480

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৬ ডিসেম্বর—    অনলাইন ক্যারাটের চ্যাম্পিয়নশিপে জেলার মুখ উজ্জ্বল করল প্রতিযোগীরা। ১১১টি মেডেল পেয়েছে ওয়ার্ল্ড ট্রাডিশনাল শোটোকান ক্যারাটে

ফেডারেশনের ছাত্রছাত্রীরা। অনলাইনে এই প্রতিযোগিতায় মোট ১৭টি দেশ অংশ নেয়। ১২৮টি ইভেন্টে ৬৩ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। যাদের হাত ধরেই এমন সফলতা বলে দাবি ওই ক্যারাটে সংগঠনের মুল প্রশিক্ষকের।


  সংগঠনের তরফে শিয়ান শংকর কুমার মন্ডল জানিয়েছেন, এটা বালুরঘাট তথা জেলার গর্বের বিষয়। অভিভাবকদের সর্বত্র সহযোগিতার জেরেই এই সফলতা বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here