শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৪ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন হলেও রাস্তার কাজ শুরু হয়নি গত দের বছরেও। বেহাল রাস্তা সংস্কারের দাবি তুলে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামের বাসিন্দারা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রতনপুর গ্রামের।

গ্রামবাসীদের অভিযোগ, গত দেড় বছর আগে পথশ্রী প্রকল্পের রাস্তা সংস্কারের কাজে সূচনা করেন প্রশাসন। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রতনপুর থেকে বাজিতপুর যাওয়ার ৫ কিলোমিটার রাস্তা সংস্কার হয়নি। এই রাস্তা দিয়ে নাগণ,রতনপুর আদিবাসীপাড়া,কবিরপুর ,বাজিতপুর,সাদিপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষেরা যাতাযাত করে থাকে। এ রাস্তা ধরেই বাজিতপুর হাই স্কুলে পৌঁছায় ছাত্রছাত্রীরা। গ্রামের কোন মানুষ অসুস্থ হলে রাস্তার কারণে অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকমতো পায় না বলেও দাবি গ্রামবাসীদের। রাস্তা সংস্কারের দাবি তুলে এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।বর্তমানে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

এলাকার তিন বিক্ষোভকারী গ্রামবাসী অভিযোগ করে জানিয়েছেন, বহুদিন ধরেই সমস্যার সমাধান না না হওয়ায় এমন আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের নাম হবে।
গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস জানিয়েছেন, বিষয়টি আমার জানা ছিল কেন এমনটা হল সে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া সেরপা জানিয়েছেন, পথ অবরোধের খবর শুনেছি অবশ্য এই সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে।