বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:-সাত দিন ধরে নিখোঁজ থাকার পর চা বাগানের ঝোরা থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ।ঘটনা টি ঘটেছে ভারত ভুটান সীমান্তের নিউল্যান্ডস চা বাগানে। ওই বাগানের কার্তিক লাইনের ঝোরা তে শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান যে , কুকুরে একটি দেহ খুবলে খাচ্ছে । পরে পুলিশ এসে উদ্ধার করলে জানা যায় সেটি নিখোঁজ থাকা ৭৬ বছর বয়সী অনিতা গোয়ালার দেহ।পরিবার সূত্রে জানা গেছে ওই বৃদ্ধা কিছুই মনে মনে রাখতে পারতো না ।বাড়ি থেকে কোথাও গেলে বাড়ি চিনে ফিরতে পারতো না ।গত রবিবার কোনো ভাবে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরতে পারেন নি তিনি।তিনি না ফেরায় কুমারগ্রাম থানায় নিখোঁজ ডাইরিও করা হয় বুধবার দিন । মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।