আচমকাই ১২০০ সোনালী মুরগির মৃত্যু, মাথায় হাত মুরগি ব্যাবসায়ির।২৪ ঘন্টার মধ্য একের পর এক সোনালী মুর্গির মৃত্যু।

0
599

শিলিগুড়ি:-আচমকাই ১২০০ সোনালী মুরগির মৃত্যু, মাথায় হাত মুরগি ব্যাবসায়ির।২৪ ঘন্টার মধ্য একের পর এক সোনালী মুর্গির মৃত্যু।শনিবার দুপুর অবধি প্রায় ১২০০ মুরগির মৃত্যু হয়েছে।কি কারনে মৃত্যু তা নিয়ে ধন্দে পশু চিকিৎসক থেকে মুরগি ব্যাবসায়ি।বাজারে দেশী মুরগির জায়গা নিয়েছে সোনালী মুর্গি নামক এক প্রজাতির মুর্গি।বেশিরভাগ মুরগি ব্যাবসায়ীরা খদ্দেরকে দেশী মুরগি বলেই গছিয়ে মুনাফা করতে ব্যাস্থ।এ

মনই গত প্রায় দু বছর ধরে  ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের কামরাঙ্গা গুড়ি এলাকায় বাসিন্দা গৌতম পাটুয়া নামে এক ব্যাক্তি নিজের বাড়িতেই লোন নিয়ে ফার্ম তৈরি করে পালন করছিল সোনালী মুরগি।মুনাফাও হচ্ছিল বেশ।কিন্তু হটাতেই এক রাতের মধ্যে প্রায় ১২০০ মুরগি মারা যায় কোন অজানা কারনে।কি কারণে এমন ঘটনা ঘটলো তা নিয়েই চিন্তিত গৌতম বাবু ও তার পরিবার।এটার উপরেই চলে তাদের সংসার।প্রায়  লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ফার্ম মালিক গৌটম পটুয়া ও তার স্ত্রী  আফিজা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here