গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ হিসেবে মালদা ও উত্তর দিনাজপুর জেলার সীমানা বরাবর মাঝখান দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর বুকে বারোডাঙ্গি ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা। মহানন্দা নদীর এক পাড়ে রয়েছে মালদা জেলার চাঁচল ১ নং ব্লকের রামদেবপুর গ্রাম অপর পাড়ে রয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের কাশিবাটি ও বারোডাঙ্গি গ্ৰাম। উভয় জেলার মানুষের সহযোগিতায় প্রতিবছর এই নৌকা বাইচ প্রতিযোগিতা হয়।এই নৌকা বাইচ প্রতিযোগিতা নিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা চোখে পড়ে। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই প্রতিযোগিতার আনন্দ নিতে। জানা গেছে দীর্ঘদিন প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠানে দুই পাড়ে বসে বিশাল মেলা। এলাকার বিভিন্ন গ্রামের মাঝিরা এই খেলায় অংশগ্রহণ করেন। অপ্রীতিকর কিছু যেন না ঘটে সেজন্য মোতায়েন ছিল চাঁচোল ও ইটাহার দুই থানার পুলিশ।