কোচবিহার:- তুফানগঞ্জ কলেজ এর মধ্যে ঢুকে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে 30 শে নভেম্বর তবে এই ঘটনা নিয়ে শুক্রবার তুফানগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার । বর্তমানে ওই ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছে । ঘটনা রীতিমতো নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে । পুলিশ সূত্রে খবর গত 30 শে নভেম্বর তুফানগঞ্জ মহাবিদ্যালয় দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কলেজের ভিতরে ঢুকে একটি ঘরে ধর্ষণ করে এক যুবক । এই ঘটনা নিয়ে তুফানগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার ।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কলেজ সূত্রে খবর ওই যুবক ওই কলেজের প্রাক্তন ছাত্র। তবে কীভাবে সে কলেজের ভিতরে ঢুকলো তা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন। যদিও নিরাপত্তার অভাবের কথা স্বীকার করে নিয়েছে তুফানগঞ্জ কলেজের অধ্যক্ষ দেবাশীষ চ্যাটার্জী ।বিষয়টি উৎপাদন কর্তৃপক্ষকে জানাবেন বলে তিনি জানান । একই সাথে কলেজে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন । ইতিমধ্যে হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি ।