সম্পূর্ন হল বালাসনের বেইলি ব্রীজের কাজ।কাল থেকে সাধারনের জন্য খুলে দেওয়া হবে ব্রীজ তবে থাকছে বেশ কিছু বিধি নিষেধ বললেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।

0
201

শিলিগুড়ি:-সম্পূর্ন হল বালাসনের বেইলি ব্রীজের কাজ।কাল থেকে সাধারনের জন্য খুলে দেওয়া হবে ব্রীজ তবে থাকছে বেশ কিছু বিধি নিষেধ বললেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।১লা ডিসেম্বর থেকে সাধারন মানুষের জন্য বেইলি ব্রীজ খুলে দেওয়ার কথা থাকলেও ট্রায়েল রানের পর সবদিক খতিয়ে দেখে নিয়ে অবশেষে তিন তারিখ থেকে খুলে দেওয়া হচ্ছে ব্রিজ।গৌরব শর্মা জানান,বেইলি ব্রীজ দিয়ে সিটি অটো, বাইক,চার চাকার গাড়ী ও ৩২সিট বিশিষ্ট বাস যাতায়াত করতে পারবে।পন্যবাহীগাড়ী,দুরপাল্লার বাস সহ অন্যান্য ভারী যানবাহন গুলি নৌকাঘাট,মেডিকেল মোড় হয়ে যাতায়াত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here