শিলিগুড়ি:-৫৫লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করলো এসওজি এবং বাগডোগড়া থানার পুলিশ । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত বিভিন্ন থানার পুলিশ ক্রমাগত অবৈধ মাদকপদার্থের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ।
গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরার বিহার মোর এলাকায় এসওজি এবং বাগডোগড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে তল্লাশি করে ২৭০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । অভিযুক্তের পরিচয় মহম্মদ হাসিবুল এস কে , বয়স 37 বছর ,অমরপুর, দাদপুর থানা, মুর্শিদাবাদের বাসিন্দা।
উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর আনুমানিক বাজার মূল্য ৫৫ লক্ষ। ধৃতের বিরুদ্ধো বাগডোগরা থানায় এনডিপিএস অ্যাক্টের অধীনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।।