৫৫লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করলো এসওজি এবং বাগডোগড়া থানার পুলিশ ।

0
294

শিলিগুড়ি:-৫৫লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করলো এসওজি এবং বাগডোগড়া থানার পুলিশ । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত বিভিন্ন থানার পুলিশ ক্রমাগত অবৈধ মাদকপদার্থের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ।


গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরার বিহার মোর এলাকায় এসওজি এবং বাগডোগড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে তল্লাশি করে ২৭০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । অভিযুক্তের পরিচয় মহম্মদ হাসিবুল এস কে , বয়স 37 বছর ,অমরপুর, দাদপুর থানা, মুর্শিদাবাদের বাসিন্দা।


উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর আনুমানিক বাজার মূল্য ৫৫ লক্ষ। ধৃতের বিরুদ্ধো বাগডোগরা থানায়  এনডিপিএস অ্যাক্টের অধীনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here