বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের যুবক

0
379

হরিশ্চন্দ্রপুর;০২ডিসেম্বর: বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধুত বিহারের এক যুবক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেরে পুলিশ সঞ্জয় রজক (৩৫) নামে ওই যুবককে আটক করে। পরে তল্লাশী চালিয়ে সেভেন এমএম পিস্তল উদ্ধার করে। ধৃতের বাড়ি বিহারের আমদাবাদ থানার রঘুনাথপুর গ্ৰামে। হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মাখনা কুইলপাড়া গ্ৰামে একটি বিয়ে বাড়িতে এসেছিল ওই যুবক। সঙ্গে ছিল সেভেন এম এম পিস্তল-সহ গুলি। ৪ কিলোমিটার দুরে বাংলা-বিহার সীমান্ত এলাকা। অস্ত্র নিয়ে কেন বিয়ে বাড়িতে। পেছনে কোন উদ্দেশ্যে ছিল কি? উত্তর খুঁজছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ৫ দিনের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here