কোচবিহার:-একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় । স্থানীয় সূত্রে খবর মৃত ব্যক্তির নাম উৎপল বর্মন কোচবিহার এবিএন শীল কলেজ অস্থায়ী শিক্ষক তার হাথ হেডফোন দিয়ে বাধা অবস্থায় ঝুলন্ত দেহ তার ঘরে পাওয়া যায় । একই সাথে তার স্ত্রী ও সন্তান পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার আই সি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। ভিডিওগ্রাফি উপস্থিতিতে দেহগুলি কে উদ্ধার করে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে কত জানুয়ারি মাস থেকে গুঞ্জবাড়ী এই বাড়িতে ভাড়া থাকতেন উৎপল বর্মন তার স্ত্রী ও পুত্র সন্তান নিয়ে । তাদের গ্রামের বাড়ি দিনহাটা গোসানিমারি এলাকায় । বাড়ি মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গত মঙ্গলবার দিন তাদের ফোন করে বলা হয় গ্রামের বাড়ি যাবেন তারা । এরপর তাদের সাথে কোন রকম কথা হয়নি । তবে তার আত্মীয় স্বজনরা তার মোবাইল সুইচ অফ পাওয়ার পর থেকে তার খোঁজখবর নিতে শুরু । বুধবার ও তার বেশ কয়েকজন আত্মীয় তার এই ভাড়া বাড়িতে এসে খুঁজে চলে যায় । তার কারণ ঘরের সামনে থেকে তালা মারা ছিল । তবে বৃহস্পতিবার তার এক আত্মীয় বিষয়টি পুলিশকে খবর দেয় । পুলিশ এসে সামনের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করলে তাকে ঘরের ভিতর থেকে বন্ধ করা রয়েছে । এরপরই দরজা ভেঙে পুলিশ ভিতরে ঢুকতেই দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে উৎপল বাবুর দেহ । এবং তার স্ত্রী ও পুত্র বিছানায় পড়ে রয়েছে। পরিবার আত্মীয়-স্বজন পক্ষ থেকে কোন রকম মানসিক অবসাদে ভুগছিলেন কিনা সে বিষয়ে কোনো বিষয় পরিষ্কার হয়নি । তবে কীভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে একটা রহস্য দানা বেঁধেছে । গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।