দুশ্চরিত্র অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় আত্মঘাতী হলো এক গৃহবধূ

0
473

গঙ্গারামপুর থানা মহারাজপুরেএক গৃহবধূকে দুশ্চরিত্র অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় আত্মঘাতী হলো এক গৃহবধূ, থানায় হল স্বামী শ্বশুর-শাশুড়ি নামে লিখিত অভিযোগও, মামলা করে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,17 ই নভেম্বর ,দক্ষিণ দিনাজপুর:— এক গৃহবধুর বিয়ের আট মাসের মধ্যে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন দুশ্চরিত্রা অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় আত্মঘাতী হলো এক গৃহবধূ বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকায়। মৃতের বাবার অভিযোগ, এ ঘটনার জন্য তার জামাই ও তার বাবা মা সহ কয়জন জড়িয়ে রয়েছে। গঙ্গারামপুর থানা লিখিত অভিযোগ জানিয়ে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের বাবা-মা থেকে শুরু করে এলাকার তৃণমূলের নেতারাও। পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরেই মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ জানিয়েছে,মৃত গৃহবধূর নাম অঞ্জলি সিং, তার শশুর বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা রুনিয়া এলাকায়। আট মাস আগে গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা ষষ্ঠী সিংয়ের মেয়ে অঞ্জলি সিংয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় মোবাইলের মাধ্যমে রায়গঞ্জে রুনিয়া এলাকার বাসিন্দা ভীম সিংয়ের সঙ্গে।এর পরেই অঞ্জলি সিং ভিম সিংহ দুজনে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। তারপর থেকেই অঞ্জলি সিং শ্বশুরবাড়িতে ছিল। মৃত অঞ্জলি সিংয়ের পরিবারের লোকজনদের অভিযোগ, প্রেম করে বিয়ে করার পর থেকেই অতিরক্ত পণের দাবিতে মেয়ের শশুর বাড়ির লোকজবেরা আরো পণ্যের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত থাকতো। বেশ কয়েকবার চাহিদামত অঞ্জলীর পরিবার থেকে টাকাপয়সা দেবার পরেও তারা সে টাকাতে খুশি ছিল না বলে দাবি অঞ্জলি বাবা ষষ্ঠী সিংয়ের পরিবারের লোকজনদের। অঞ্জলীর পরিবারের লোকজন এর আগে অভিযোগ, ইতিমধ্যেই ভিম সিং মাধ্যমে মেয়ে অঞ্জলীর গর্ভে সন্তান আসে।এরপর মেয়ের উপরে চলে অকথ্য নির্যাতন। ভীম যেমন বলে বসে অঞ্জলীর গর্ভের সন্তান নয়, তেমনি তার পরিবারের লোকজন একই দাবিতে অত্যাচার শুরু করে বলে অভিযোগ তাদের। অনু মত পালিয়ে অঞ্জলি বাবার বাড়ি গঙ্গারামপুর এর পাথর এলাকায় চলে আসে। তাদের এই দুশ্চরিত্র অপবাদ সে সহ্য করতে পারেনি। বাবা বাড়িতে এসেই আত্মঘাতী হয়েছে।    মৃত অঞ্জলীর বাবা ষষ্ঠী সিং ও মা শশুর বাড়ির জামাই ভিম সিং ,তার বাবা বীরেন সিং মা প্রিয়াস সিংয়ের নামে অভিযোগ করে বলেন, মেয়েকে দুশ্চরিত্র অপবাদ দেওয়া হয়েছে বলেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে শারীরিক মানসিক অত্যাচার ও চরিত্র তার উপরে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।    এ বিষয়ে পাঠান এলাকার সমাজসেবী কথা এলাকার তৃণমূল নেতা পরেশ বসাক অভিযোগ করে বলেন, এমন ঘটনা মেনে নিতে না পেরে দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়ে মৃতের পরিবার পাশে দাঁড়ানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেই দাবি জানাই।  গঙ্গারামপুর থানা পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের নামে মামলা দায়ের করা হয়েছে। আইন মেনেই তাদের গ্রেফতার করা হবে।এমন ঘটনায় শোরগোল পড়েছে লেখা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here