নয় মাস ধরে বন্ধ পঞ্চায়েতের জীবিকা সেবকদের ভাতা, ডেপুটেশন জেলাশাসককে।

0
305

পিন্টু কুন্ডু  , বালুরঘাট, ১৬ নভেম্বর— দীর্ঘ প্রায় নয় মাস ধরে বন্ধ পঞ্চায়েতের জীবিকা সেবকদের ভাতা। প্রতিবাদে জেলা শাসকের কাছে ডেপুটেশন। দেখানো হয় বিক্ষোভও। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। বিক্ষোভকারী দের দাবি মাসের পর মাস ভাতা ছাড়াই পঞ্চায়েতস্তরে বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম দায়ীত্ব নিয়ে চালিয়ে চলেছেন তারা। আগামীতে এর সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে তাদের তরফে।

     জেলাপ্রশাসন সূত্রের খবর অনুযায়ী ২০০৯ সাল থেকে জেলার ৩২ টি গ্রাম পঞ্চায়েতের কাজে নিযুক্ত রয়েছেন ওই জীবিকা সহায়করা। পঞ্চায়েতের বিভিন্ন জনসেবামুলক কাজের তদন্ত,উন্নয়নমুলক কাজ ও দুয়ারে সরকারের কাজের সাথে জড়িত এই জীবিকা সেবকরা। মুলত ১৪ ফিনান্স থেকেই এদের ভাতা দেওয়া হত। কিন্তু বর্তমানে সেই তহবিল বন্ধ হয়ে গেলেও  কাজ চালু রয়েছে জীবিকা সেবকদের। আর যার জেরেই দীর্ঘ প্রায় ন’মাস ধরে বিনা ভাতাতেই কাজ করে চলেছেন পঞ্চায়েতের ওই কর্মীরা। মাসের পর মাস এমন ভাতা বন্ধ হয়ে থাকবার কারনে চরম সমস্যায় পড়েছেন ওই জীবিকা সেবকরা। আর তাই বাধ্য হয়েই এদিন বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে ডেপুটেশন দিয়েছেন জেলাশাসককে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে জেলাপ্রশাসনের তরফে।

   কুন্তল মজুমদার নামে এক আন্দোলনকারী জানিয়েছেন তারা পঞ্চায়েতের সব রকম কাজ করে থাকেন। কিন্তু তাদের প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে। ভাতা চালুর দাবিতে এদিন তাদের এমন আন্দোলন।জেলাশাসককেও  ডেপুটেশন দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here