ভীন রাজ্যে পাচারের আগে ফুলবাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ কাফ সিরাপ।ঘটনায় ধৃত এক।

0
531

শিলিগুড়ি:-ভীন রাজ্যে পাচারের আগে ফুলবাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ কাফ সিরাপ।ঘটনায় ধৃত এক।নেশায় আশক্ত যুব সমাজের একাংশ।মদ,গাঁজা,ব্রাউন সুগার থেকে শুরু করে বাদ নেই কাফ সিরাপও।বর্তমানে স্বল্প মুল্যে কাপ সিরাপের নেশার দিকেই ঝুঁকছে বর্তমান প্রজন্ম।তবে নেশা থেকে সমাজকে রক্ষা করতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন।সেই কারনে শুধু এই রাজ্যেই নয়,বহিরাজ্যেও এই ধরনের নেশার সামগ্রী পাচার রুখতে তৎপর রাজ্যে পুলিশ।আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে মাদক পাচারের এমনিই এক কারনামা রুখে দিল স্পেসাল টাস্ক ফোর্স।এসটিএফ গোপন সুত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাসে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে।ঐ ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০ হাজার বোতল কাফ সিরাপ,যার বাজার মুল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা।এই ঘটনা গাড়ির মালিক তথা চালক পুর্ব মেদিনীপুরের বাসিন্দা সুভাষ সিং কে গ্রেপ্তার করেছে এস টি এফের কর্মিরা।ধৃত ব্যাক্তি সহ উদ্ধার হওয়া কাফ সিরাপ এনজে পি থানায় হস্তান্তর করে এসটিএফ।জানা গেছে ডালখোলা থেকে ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ কাফ সিরাপ গুলি।মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here