রায়গঞ্জ:-অনুমতি ছাড়াই প্রাথমিক স্কুলের ভেতরে রাতভর বিহারের চিত্রহার যা চলতি কথায় ছামিয়া নাচের আসর বসালো এলাকার একদল যুবক। শিশুদের সরকারি স্কুলে এইধরনের অপসংস্কৃতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন তাহেরপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ভেতরে মহিলাদের অশ্লীল পোশাকের অশ্লীল উদ্দাম নাচ রাতভর চললেও সেখবর জানেনেইনা বিদ্যালয়ের টিচার-ইনচার্জ। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই চটুল নাচের আসর বসিয়েছিল এলাকার যুবকেরা। বিষয়টি তিনি স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান ও জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে অভিযোগ আকারে জানিয়েছেন। বিজেপির অভিযোগ, তৃনমূল আশ্রিত যুবকেরা এই আসরের আয়োজন করেছিল। যদিও তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এটা উত্তরপ্রদেশ বিহারের সংস্কৃতি যেখানে বিজেপি শাসিত শাসন চলছে। বাংলায় রবীন্দ্র নজরুলের সংস্কৃতি চলে। বিজেপি এরকমই মিথ্যা অপবাদ দিয়ে থাকে। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, কোনও অনুষ্ঠানের বিদ্যালয় নেওয়ার কোনও অনুমতি ছিলনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খুদে শিশুদের পড়াশুনার জন্য প্রাথমিক বিদ্যালয়ে রাতভর চলল ছামিয়া নাচের আসর বা চিত্রহার। হিন্দি গানের উপর অশ্লীল পোশাকের অশ্লীল উদ্দাম নাচ চলল স্কুলের ভেতরে। রায়গঞ্জ শহর সংলগ্ন তাহেরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে এলাকার একদল যুবকের এই নাচের আসর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তাহেরপুর প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ বিশ্বেশ্বর বর্মন জানিয়েছেন বিদ্যালয়ে এইধরনের চটুল গানের আসরের কথা তার জানা নেই। বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী অভিযোগ করে বলেন, এই রাজ্যে শিক্ষা নীতির অধোপতন হয়েছে। শিক্ষা অঙ্গনগুলোকে নিজেদের দখলে নিয়ে সেখানে নাচের আসর বসিয়েছে। যদিও তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, যারা এই আসর বসিয়েছে তারা বিজেপিরই লোকজন। কেননা হিন্দি গানের চটুল নাচ বা ছামিয়া নাচের সংস্কৃতি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিহারের সংস্কৃতি। বাংলার সংস্কৃতি রবীন্দ্র নজরুল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দীপক চন্দ্র ভক্ত।





















