নিরাপদ স্থানে আটটি তাজা বোমা নিষ্ক্রিয় করলো বক্সিরহাট থানার পুলিশ।

0
310

কোচবিহার:- নিরাপদ স্থানে আটটি তাজা বোমা নিষ্ক্রিয় করলো বক্সিরহাট থানার পুলিশ। রবিবার বেলা ১ টা নাগাদ বক্সিরহাট থানার রায়ডাক নদীর চর সংলগ্ন এলাকায় সিআইডি বোম স্কোয়ার ও  বক্সিরহাট থানার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে বোমা গুলি  নিষ্ক্রিয় করাহয়। বোমা নিষ্ক্রিয় দেখতে সংশ্লিষ্ট নদীর চর সংলগ্ন এলাকায় ভিড় জমান এলাকার বাসিন্দারা। 

যদিও পুলিশ সূত্রে জানা যায়:- গত লোকসভা ও বিধানসভা  নির্বাচন এর সময় থেকে শুরু করে বেশ কয়েক মাস আগেও শালবাড়ি এলাকায় একটি ডাকাতির ঘটনা থেকে উদ্ধার হওয়া মোট ৮টি তাজা বোমা নিষ্ক্রিয় করে সিআইডি বোম স্কোয়াড । এছাড়াও দুর্ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন, দমকল কর্মী সহ বক্সিরহাট থানার বিশাল পুলিস বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here