ঘন কুয়াশায় ঢাকা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের আকাশ। রবিবারের সকালটা ঠান্ডার আমেজ উপভোগ করল রায়গঞ্জবাসী। ঘন কুয়াশার কারনে বিঘ্ন ঘটেছে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে যান চলাচল। গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় ধীর গতিতে চলাচল দেখা গিয়েছে যানবাহনসমূহকে। শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রায়গঞ্জের আকাশ। অন্যান্য দিনে সকাল ছটার আগেই সূর্যের আলোয় ঝলমলে দিনের দেখা মিলল্র শুক্রবার বেলা বাড়লেও আকাশে দেখা মেলেনি সূর্যের। তাপমাত্রার পারদও নেমেছে এক ধাক্কায় অনেকটাই।





















