জলপাইগুড়ি;- আজ ভোর রাতে জলপাইগুড়ি শহরে হাতির হানা। অনুমান, বৈকন্ঠপুরের জঙ্গল ছেড়ে তিস্তার পার ধরে দুটি হাতি শহরে হানা দেয়। চলে আসে কোভিড হাসপাতাল সংলগ্ন এলাকায়। হাতির হানায় ভেঙেছে কোভিড হাসপাতালের দেওয়াল বলে খবর। এই মুহূর্তে হাতি দুটি জলপাইগুড়ি এ সি কলেজ বয়েস হোস্টেলের পেছনে থাকা করলা নদী সংলগ্ন এলাকার একটি ঝোপে আশ্রয় নিয়েছে। ঘটনাস্থলে বনদপ্তরের পদস্থ আধিকারিক ও এলিফ্যান্ট স্কোয়াড সহ বনকর্মীরা।