বালুরঘাটের চকভৃগু তে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি, কান্নায় ভেঙে পড়লো হতদরিদ্র পরিবার
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ নভেম্বর—ভর সন্ধ্যায় আগুনে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি। পুড়ে ছাই বাড়ির যাবতীয় জিনিস। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের এন সি হাই স্কুল পাড়ায়। এলাকার বাসিন্দা সন্ধ্যা নিয়োগীর বাড়িতে এদিন সন্ধ্যায় আচমকাই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। বাড়ির লোকেদের চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। সন্ধ্যা নিয়োগী নামে ওই গৃহকর্ত্রী জানান, সোনা নিয়োগী নামে একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি কোনোরকমে দিন কাটাতেন। সন্ধ্যায় কিভাবে কে বা কারা আগুন লাগাল তা তিনি বুঝে উঠতে পারছেন না। বাড়ির সর্বস্য পুড়ে গেছে। কিভাবে নতুন করে ঘর বানাবেন তা ভেবে উঠতে পারছেন না। প্রশাসন পাশে না দাঁড়ালে তিনি প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রাস্তায় রাত কাটাতে বাধ্য হবেন। যদিও প্রশাসন বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে এখনও কোনো আশ্বাস মেলেনি।
এলাকার বাসিন্দা সুদীপ্তা সরকার বলেন, দাউদাউ করে আগুন জ্বলতে দেখেই ছুটে এসেছেন। বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।