কোচবিহার:-মাথাভাঙ্গা:মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বাইস গুড়ি এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির ছেলে প্রকাশ দাস বলেন মাস তিনেক আগে প্রতিবেশী আত্মীয়ের সাথে ঝামেলা বাঁধে এরপর থানায় নারী নির্যাতনের অভিযোগ করে,তিনদিন আগে সিভিক বাড়িতে গিয়ে অভিযোগের কথা জানায় এরপর মানসিক ভেঙ্গে পড়ে গতকাল রাত থেকে নিখোঁজ ছিলো এরপর আজ সকালে ঝুলন্ত দেহ দেখতে পান এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
Home বাংলা উত্তর বাংলা মাথাভাঙ্গা:মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বাইস গুড়ি এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত...