রাজ্য সড়কে দাপিয়ে বেড়ালো বুনো হাতি

0
753

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে কোচবিহার গামী রাজ‍্য সড়কে দাপিয়ে বেড়ালো বুনো হাতি । কখনও কোনো গাড়ির পিছু ধাওয়া করল , কখনও বা কোনো বাইক আরোহীর পিছু ধাওয়া করল । প্রাণে বাঁচাতে দ্রুত গতিতে সবাই পালালো । বৃহস্পতিবার বিকেলে এই ছবি দেখা গেল হাসিমারা থেকে কোচবিহার গামী রাজ‍্য সড়কে । প্রত‍্যক্ষদর্শীরা জানান চিলাপাতা জঙ্গল থেকে একটি বুনো হাতি প্রধান সড়কে চলে আসে ।বুনো হাতিটি বিভিন্ন গাড়ির পিছু ধাওয়া করায় অনেকে পালিয়ে যায় । বুনো হাতিটি প্রধান সড়কে প্রায় আধ ঘণ্টার বেশি দাড়িয়ে ছিল। এবং এর ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে বুনো হাতিটি জঙ্গলে প্রবেশ করলে যান চলাচল স্বাভাবিক হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here