শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,26 অক্টোবর,দক্ষিণ দিনাজপুর:-ফোর সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকে ডাকাতি, লকার ভেঙ্গে চুরি হয় লক্ষাধীক টাকা সোনা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভা দুই নাম্বার ওয়ার্ড বড়াইল এলাকায়, তদন্তে পুলিস।
জানা যায় সোমবার সন্ধ্যা বেলায় বড়াইল এলাকার মানিক বিশ্বাস এর স্ত্রী তার মেয়েকে নিয়ে না শেখাতে যায়। সেই সময় বাড়িতে ছিল না কেউ। এই সময়টাকে কাজে লাগিয়ে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বাড়ির দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে লকার ভেঙ্গে লক্ষাধিক টাকার সোনা গয়না চুরি করে নিয়ে যায়। বাড়িতে এসে দেখতে পায় সামনের দরজা তালা খোলা রয়েছে। বাড়িতে ঢুকে দেখতে পাই অজানা একটি লোককে। সেই বাড়ির মেয়েকে ধাক্কা মেরে ডাকাতটি পালিয়ে যায়। চিৎকার-চেঁচামেচি করতে করতে ডাকাত সেখান থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বাড়ির মালিক মানিক বিশ্বাস এর স্ত্রী জানিয়েছেন মেয়েকে নাচ শিখাতে নিয়ে যাওয়ার সময় বাড়িতে তালা মেরে যায়। বাড়িতে এসে দেখতে পায় দরজা খোলা। বাড়িতে ঢুকেই দেখি অজানা একটি লোক চিৎকার করতে করতেই সেই ডাকাতি লকারে তালা ভেঙে সোনা গয়না লক্ষাধিক টাকার জিনিস চুরি করে নিয়ে পালায়। আমরা চাই প্রশাসন ডাকাতের দল কে ধরা হোক ও আমার জিনিস আমাকে ফেরত দেওয়া হোক।
এ বিষয়ে এলাকার ছোট্ট একটি শিশু বাইরে বাজি পটকা ফোটানোর সময় বাড়ির মেয়ে চোর চোর করে চিৎকার করলে তখন দেখতে পায় চোরটি পালিয়ে যাচ্ছে।
ছোট্ট শিশু শুভ হোলি জানাই আমি চোরটিকে দেখে ঢোল তুললে সে আমাকে ভয় দেখিয়ে পালিয়ে যায়।
এরকম ঘটনা চরম আতঙ্কে রয়েছে এলাকার লোকজন।