ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তপন গ্রামীণ হাসপাতালের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষেরা।
শীতল চক্রবর্তী ,তপন, দক্ষিণ দিনাজপুর, 11 জুলাই:—-ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে গ্রামীণ হাসপাতালের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভ্যাকসিন নিতে আসা বহু এলাকাবাসী ।রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গ্রামীণ হাসপাতালে।এর পরেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে তপন করদহ রাস্তা অবরোধ করে আন্দোলনে নামে।এমন ঘটনায় শোরগোল পড়তেই সেখানে ছুটে আসে একাধিক প্রশাসনের কর্মকর্তারা। তারাই বিক্ষোভকারীদের সেই সমস্যা দূর করার জন্য আশ্বাস দিলে কয়েক ঘন্টা পরে অবরোধ তুলে দেন ভ্যাকসিন নিতে এসে তা না পাওয়া গ্রামবাসীরা।
তপন ব্লকের গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, শুধুমাত্র যে গ্রামবাসীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে তাই নয়, অভিযোগ ভ্যাকসিন নিতে আসা বয়স্ক মানুষজনদের কেউ নাজেহাল হতে হচ্ছে দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকদের জন্য। একপ্রকার বাধ্য হয়ে তারা এমন আন্দোলন শুরু করেছে বলে দাবি তাদের।
অভিযোগ উঠেছে ভ্যাকসিন নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে থাকার পরেও বয়স্ক বাসিন্দাদের জানিয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন নেই পরে আসুন। বহুদিন ভ্যাকসিন নিতে আসার পরে সমস্যার সমাধান না হয় ক্ষুব্ধ হয়ে দিন তারা আন্দোলনে নামেন বলে খবর।
হয়রানির অভিযোগ তুলে তাই হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবরোধকারী অপর্ণা দাস সহ দুই গ্রামবাসীর অভিযোগ করে বলেন,আমরা বয়স্ক মানুষ কতদিন আর এভাবে ঘুরে যাব।তাই গ্রামীণ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে আন্দোলনে নামলাম। এবার যদি ভ্যাকসিনটা পাই।
তপন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক জানিয়েছেন, গ্রামবাসীরা ভুল বুঝে এমনটা করছেন ,নিয়ম মেনে সবকিছু করা হবে। সকলেই ভ্যাকসিন পাবেন। আমাদের বিরুদ্ধে সঠিক অভিযোগ করছেন না এলাকাবাসীরা।
এদিকে অবরোধের জেরে আটকে পড়ে নিত্যযাত্রী সহ বহু সাধারণ মানুষ। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়তে হয় তাদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তখন থানার বিশাল পুলিশবাহিনী।প্রায় কয়েক ঘন্টা অবরোধ চলার পর অবশেষে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
এমন ঘটনায় ব্যাপক শোরগোল করেছে তখন সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।