টিমের ঘর সারাইয়ের কাজ করতে গিয়ে গরমের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম অজিত বিশ্বাস।ঘটনাটি মাথাভাঙ্গা দুই ব্লকের নিশীগঞ্জ চকিয়ার ছড়া এলাকার।
মৃত ব্যক্তির আত্মীয়ের দাবি তিনি অন্যের বারিতে ঘর সারাইয়ের কাজ করছিলেন সেই সময় গরমে অচৈতন্য হয়ে পড়েন।এরপর স্থানীয়রা উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসা মৃত বলে জানায়। গরমের জেরে মৃত্যু হয়েছে বলে মনে করছেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।