গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে 9নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি এলাকায় সুস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র, উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ একাধিক আধিকারিক, কাউন্সিলর সহ বহু বাসিন্দারা
গঙ্গারামপুর ১৫ই ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌর এলাকায় সুস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো। ফিতে কেটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে পৌরসভার চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান সহ একাধিক প্রশাসনের আধিকারিক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। প্রকল্পের উদ্বোধন হওয়ায় অনেক অর্থেই ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন বলে মন্ত্রী থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানেরা জানিয়েছেন। পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দা থেকে শুরু করে সকলেই। গঙ্গারামপুর পৌরসভা বিভিন্ন সময়ে শহরবাসীর উন্নয়নে একাধিক কাজ করে যাচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে সুস্বাস্থ্য পরিষেবার দিকে নজরে দিয়েছেন তারা। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে তৈরি হয়েছে পৌর সুস্বাস্থ্যকেন্দ্র। তার সঙ্গে মাতৃসদনও তৈরি করা হয়েছে। যেন ওয়ার্ডের বাসিন্দারা সাধারণ স্বাস্থ্য পরিষেবা পেতে গেলে সেখান থেকে যেন তারা পরিষেবা নিয়ে উপকৃত হন সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আরবান হেলথ ইউএলএস সেন্টার স্বাস্থ্য দপ্তরের তরফে ৩৪ লক্ষ টাকার বিনিময়ে গঙ্গারামপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী এলাকায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয় ।শনিবার বিকেলে ফিতা কেটে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কাউন্সিলর সুভাষ কুন্ডু, মানিক রায়, পৌরসভার এক্সিকিউটি, বড়বাবু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র প্রকল্পের উদ্বোধন করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। তিনি সব সময় চাইছেন স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা নিতে গিয়ে যেন কেউ সমস্যার মধ্যে না পড়ে। তাই শহর এলাকার মধ্যে তার দপ্তরের টাকায় সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এর ফলে অনেক শহুরবাসীই উপকৃত হবেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, এমন পরিষেবা চালু হওয়ায় শহরবাসী সামান্য প্রয়োজনেই ওয়ার্ডেই সেই সমস্যা সমাধান করতে পারবেন। এখন বেশ কয়েকটি ওয়ার্ডে করা হয়েছে এবং প্রকল্প বাকি পৌরসভা এলাকাগুলিতেও এই প্রকল্প করার উদ্যোগ নেওয়া হবে । পুরো এলাকাবাসীর সমস্যা মিটে যাবে যাবে বলে আমরা আশাবাদী। গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের ৩৪ লক্ষ টাকা খরচ করে প্রকল্পের উদ্বোধন করা হলো । শহরবাসীর উন্নয়নে আমরা সবসময় কাজ করে যাব। গঙ্গারামপুর পৌরসভার তরফে এমন উদ্যোগ নেওয়া পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা।