গঙ্গারামপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ তরুনের বিরুদ্ধে,তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী বালুরঘাট ৯মে : এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশি তরুণের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর এলাকায়। অভিযোগ,মোবাইল দেখানোর নাম করে ওই কিশোরীকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত তরুণ।ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুরে ১৩বছর বয়সি এক নাবালিকাকে বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ মোড় এলাকায় সিঙ্গারা কিনতে এসেছিল।সেখানে প্রতিবেশি তরুণের সঙ্গে নাবালিকার দেখা হয় বলে জানা গিয়েছে।অভিযোগ, অভিযুক্ত তরুণ তাঁর নতুন মোবাইল দেখানোর নাম করে রেল লাইনে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যায়।এরপর তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ তার পরিবারে লোকজনদের।নাবালিকা চিৎকার চ্যাঁচামেচি শুরু করলে স্থানীয় মানুষজন ছুঁটে আসে সেখানে। অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্ত তরুন বলে খবর।বাড়িতে ফিরে নাবালিকা বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এদিন নাবালিকার পরিবারের লোকজন প্রতিবেশি তরুণের বিরুদ্ধে গঙ্গারামপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত যুবক।পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্ত তরুণের খোঁজ শুরু করেছে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”