“শিক্ষক নেই, শিক্ষা থমকে! রাজবংশী ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তেজনা বালুরঘাটে
বালুরঘাট, ৭ মে —— রাজবংশী ভাষার মর্যাদা রক্ষায় ফের পথে নামল গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে শুরু হয় বিশাল মিছিল, স্লোগানে গর্জে ওঠে গোটা শহর। গন্তব্য—জেলা প্রশাসনিক ভবন। পুলিশের কড়া ঘেরাটোপ পেরিয়ে বিক্ষোভে ফেটে পড়ে শতাধিক আন্দোলনকারী।
দাবি একটাই—রাজবংশী ভাষার স্কুলে অবিলম্বে শিক্ষক নিয়োগ। সংগঠনের অভিযোগ, ভাষাকে পাঠ্যক্রমে রাখার পরও শিক্ষক না থাকায় ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে।
চন্দন বর্মন, সংগঠনের শীর্ষ নেতা, স্পষ্ট বার্তা দেন, “ভাষা শুধু আবেগ নয়, অস্তিত্বের প্রশ্ন। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”
বিক্ষোভকারীদের কণ্ঠে ছিল দীর্ঘ অবহেলার ক্ষোভ, প্রশাসনের নির্লিপ্ততায় অসন্তোষ। রাজবংশী ভাষার স্বীকৃতি এবং সামাজিক উন্নয়নের প্রশ্নে তাদের আন্দোলন এখন শুধু দাবি নয়—একটা লড়াইয়ের নাম।