বাল্যবিবাহ নির্মূল করতে একটি আলোচনা সভার আয়োজন

0
61

জেলা সহ বংশীহারী ব্লক জুড়ে বাল্যবিবাহ নির্মূল করতে একটি আলোচনা সভার আয়োজন করা হলো বংশীহারী ব্লকের টাঙ্গন সভা কক্ষে। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা।

উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ নির্মূল করতে লাগাতার প্রচার অভিযান চালানো হচ্ছে, সেই লক্ষ্যেই আজ বংশীহারী ব্লকের টাঙ্গন সাভাকক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এছাড়াও অঙ্গনারী কর্মী,আশা কর্মী ও প্রধান,উপপ্রধানদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভার মূল লক্ষ্য ছিল বংশীহারী ব্লক এলাকায় বাল্যবিবাহ যাতে একেবারে নির্মূল করা যায়। এই আলোচনা সভায় একদিকে যেমন জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয় তেমনি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয় যাতে তাদের এলাকায় এলাকায় ঘুরে ছাত্র-ছাত্রীদের, অভিভাবক এবং পরিবার-পরিজনদের বার্তা পৌঁছে দেন যেন তারা অল্পবয়সী কোন ছেলে বা মেয়েদের বিয়ে না দেয়। যদিও এরকম কোনো ঘটনা সামনে দেখলে তার আইন অত ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেবার বার্তা দেওয়া হয়।সচেতনতা শিবিরের মধ্য দিয়ে গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে এই বার্তা। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ,বংশীহারী জয়েন্ট বিডিও মানবেন্দ্র সাহা, বংশীহারী ব্লকের সিডিপিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক এছাড়াও বংশীহারী ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে আশা কর্মী ও অঙ্গনারী কর্মী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিনের আলোচনা সভার মূল উদ্দেশ্য কিভাবে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে এই বিষয়ে করা হলো আলোচনা।

এ বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বংশীহারী ব্লকের টাঙ্গন সভা কক্ষে সমাজের বিশিষ্টজনদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, এই আলোচনা সভার মূল লক্ষ্য ছিল কিভাবে আমরা বংশীহারী ব্লক এলাকায় বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব সেই সব বিষয় নিয়ে আজকের আলোচনা সভা। এই সবার মধ্য দিয়ে আজকে আমরা সকলের প্রতিজ্ঞাবদ্ধ হলাম যাতে আগামী দিনে বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ একেবারে নির্মূল করতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here