তপনে সমবায়ের ভোটে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল বালুরঘাট ২ মে দক্ষিণ দিনাজপুর:দক্ষিণ দিনাজপুর জেলার তপনের সাম্য প্রগতি মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়লাভ।শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, কিন্তু দেখা যায় সময় পেরিয়ে গেলেও বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারেনি। যার ফলে ১৬টি আসনের মধ্যে ১৬টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীরাএমন জয় লাভের পর একে অপরকে আবির মাখিয়ে ও মিষ্টিমুখ করিয়ে আনন্দে মাতলো তপন ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা।এই জয়লাভ আগামী দিনে আরও ভালো কাজ করতে উৎসাহ জোগাবে জানান সমিতির সদস্যরা। সমিতির সম্পাদিকা রূপালী কবিরাজ জানিয়েছে,”গ্রামীণ মানুষজনদের উন্নয়নের জন্য এই সমবায় সমিতি কাজ করে যাবে।” তপনের সমবায় সমিতির নির্বাচনে দায়িত্বে থাকা আধিকারিক জানিয়েছেন,”একটি পক্ষই শুধু মাত্র নমিনেশন জমা করায় তারা বিনা প্রতিদিন জয়লাভ করেছে। বাকি অন্য কেউ আর জমা করেননি সময়ের মধ্যে।” তপন ব্লক তৃণমূল কংগ্রেস নেতা অজয় কুমার রায় (সনু)জানিয়েছেন,”মানুষজন উন্নয়নের সঙ্গেই রয়েছে তাই ভোটে প্রার্থী দিতে পারেনি শাসকের উন্নয়নের কাছে বিরোধীরা।আমরা জয়লাভ করেছি ,সকলকে সাধুবাদ জানাই।”