তপনে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধে বাসিন্দারা

0
79

তপনে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধে বাসিন্দারা, মিলল প্রশাসনের তরফে সংস্কারের আশ্বাসও। শীতল চক্রবর্তী ৩মে দক্ষিণ দিনাজপুরে।বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা মেরে ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহতে।পথ অবরোধের জেরে বন্ধ যানচলাচল, ভোগান্তিতে পড়েন বহু পথচারীরা।পরে পুলিশ ও ব্লক প্রশাসনের তরফে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
স্থানীয় সূত্রে খবর,রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য করদহ এলাকার একটি ঢালাই রাস্তা ভেঙে পুকুরের পরে যায়।যার কারণে নিত্যদিন যাতায়াত করতে সমস্যায় পড়েছিলেন গ্রামবাসীরা।রাস্তাটি বেহাল থাকার কারণে প্রায়ই ঘটতো দূর্ঘটনা।বিষয়টিএকাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের।রাস্তা সংস্কারের দাবিতে আগেও করদহ এলাকায় পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা।সেই সময় রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন প্রশাসনিক কর্তারা।তার পরেও রাস্তা সংস্কারের কোনো সুরাহা হয়নি বলে খবর।এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ফের পথ অবরোধ করে গ্রামবাসীরা। পাশাপশি রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন।যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় করদহ তপন ভায়া গঙ্গারামপুর রুটের এলাকা গুলিতে,যার জেরে সমস্যায় পড়েন পথচলতি মানুষজন।
এলাকাবাসী সুমন নাগ,
সুষমা সরকারেরা অভিযোগ করে বলেন,”বারবার বলার পরেও সমস্যা মেটেনি তাই এমন আন্দোলনে নামা হয়েছে।” গ্রাম পঞ্চায়েতের প্রধান, ও ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন,”সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।” রাস্তা সংস্কার করার আশ্বাস মেলায় কয়েক ঘন্টা পরে অবরোধ তুলে নিন বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here