চাকরির প্রতিশ্রুতি ভুলে জমিদাতাদের সাথে প্রতারণা!

0
84

চাকরির প্রতিশ্রুতি ভুলে জমিদাতাদের সাথে প্রতারণা! বালুরঘাটের কাটনায় এফসি আই গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ আদিবাসীদের

বালুরঘাট, ২৬ এপ্রিল ——- জমি নিয়ে প্রতারণা! ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নবনির্মিত গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ আদিবাসীদের। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের কাটনা এলাকায়। বিক্ষোভকারী জমিদাতাদের অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কম দামে তাদের কাছ থেকে ফুসলিয়ে জমি নিয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। কিন্তু কাজ শেষ হবার পর চাকরির পরিবর্তে তাদের হয়রানি করা চলছে। যার প্রতিবাদেই এদিন তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান জমিদাতারা।

জানা গেছে, বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় বোয়ালদাড় মৌজার কাটনা এলাকায় প্রায় একশ বিঘা জমির উপর নির্মাণ হয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন শস্য মজুত রাখবার গোডাউনটি। অভিযোগ, ২০২২ সালে এলাকার প্রায় ত্রিশ জন আদিবাসী কৃষক মানুষজনদের কাছ থেকে কম দামে তাদের পরিবারের একজনকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রায় একশো বিঘা জমি নিয়ে নেয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। বর্তমানে সেই গোডাউনের কাজ প্রায় শেষলগ্নে পৌঁছেছে। জমিদাতাদের অভিযোগ, চাকরির জন্য কাগজপত্র নিয়ে এসে ইতিমধ্যে চারদিন ফিরিয়ে দিয়েছে কতৃপক্ষ। যার প্রতিবাদে এদিন সকাল থেকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওই নবনির্মিত গোডাউনের কাজ বন্ধ করে সমস্ত কর্মীদের বাইরে বের করে গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারী আদিবাসীরা। যাকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়।

বিক্ষোভকারী সাঞ্জু এক্কা, মুংলি এক্কা ও সরস্বতী মুর্মুরা বলেন, এলাকার প্রায় ত্রিশ জন কৃষককে তাদের পরিবারের একজন করে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে কম দামে তাদের কাছ থেকে একশো বিঘা জমি নিয়েছে এফ সি আই। কিন্তু চাকরির পরিবর্তে তাদের হয়রানি চলছে। যার প্রতিবাদেই এদিন তাদের এই আন্দোলন। আগামীতে এমনটা চললে তারা এফ সি আয়ের এই গোডাউনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেবেন।

নবনির্মিত গোডাউনের সাইড ইনচার্জ শুভদ্বীপ দাস বলেন, কাজ শেষ হতে এখনও দুমাস বাকি। তার মধ্যেই জমিদাতারা তাদের চাকরির দাবি নিয়ে সরব হয়েছে। এতগুলো লোককে চাকরি দেবার একটা সিস্টেম চালু করাটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তারা সেটা না বুঝে সমস্ত লোকজনকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে। তারা বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here