বেপরোয়া গতির বলি! জাতীয় সড়কে ছিটকে পড়ে টিনের ঘেরা ভেদ করে গলা কেটে মৃত্যু যুবকের
বালুরঘাট, ১৬ এপ্রিল —— বেপরোয়া বাইকের গতি প্রান কাড়লো এক যুবকের। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার অন্তর্গত আটইর মোড় এলাকায় ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। টিনের ঘেরায় ধাক্কা, ছিটকে পড়া, আর তারপর এক নিমেষে নিথর দেহ—গলা কেটে মৃত্যু এক অজ্ঞাত যুবকের।
প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন বিকেল পতিরাম থেকে বালুরঘাটের দিকে প্রবল গতিতে ছুটে আসছিল একটি মোটরবাইক। আটইর মোড়ের কাছে আসতেই আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫১২ জাতীয় সড়কের ধারে থাকা একটি টিনের ঘেরায় সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় চালক কিছুটা দূরে উড়ে গিয়ে পড়েন ধারালো টিনের উপর। মুহূর্তের মধ্যেই গলা কেটে তীব্র রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
চোখের সামনে এমন ঘটনা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন পথচলতি মানুষজন। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে। তবে মৃত যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বসুর কথায়, “বাইকটা যে গতিতে আসছিল, সেটা দেখে বোঝাই যাচ্ছিল বিপদ ঘটতে পারে। কিন্তু এমন মর্মান্তিকভাবে শেষ হবে, ভাবতেই পারিনি।”
পুলিশ সূত্রে জানা গেছে, বাইকটির নম্বর থেকে পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু হয়েছে।