এক যুবককে খুন করার অভিযোগে রায়গঞ্জ থানা এলাকা থেকে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে

0
134

জমির আল দেওয়ার ঘটনার বিবাদের জেরে হরিরামপুর ব্লকের সৈয়দপুরগ্রামে দিনে দুপুরে এক যুবককে খুন করার অভিযোগে রায়গঞ্জ থানা এলাকা থেকে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে,চারজনের নামে থানায় হলো লিখিত অভিযোগ দায়ের,তদন্তে পুলিশ

শীতল চক্রবর্তী বালুরঘাট ১৬ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর।জমিতে আল দেবার ঘটনার বিবাদে দিনে দুপুরে এক যুবককে খুন করার অভিযোগে পুলিশ এক অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরগ্রামের বাসিন্দা অভিযুক্ত যুবককে গোপন সূত্রের খবর পেয়ে রায়গঞ্জ থেকে বুধবার বিকেলে গ্রেফতার করেছে হরিরামপুর থানার পুলিশ।খুন হওয়া যুবকের স্ত্রী স্বামীকে খুন করার জন্য চারজন প্রতিবেশীর নামে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে,একজনকে গ্রেফতার করা হয়েছে , বাকিদের খুঁজে তল্লাশি চলছে। ব্যাপক শোরগোল পড়েছেএলাকাজুড়ে। হরিরামপুর থানার পুলিশ জানিয়েছে, কৃষক পরিবারের এক যুবককে খুন করার অভিযোগে ধৃত ওই অভিযুক্ত যুবকের নাম আবুল কালাম,বাড়ি হরিরামপুর থানার সৈয়দপুরগ্রামে। মঙ্গলবার দিনে দুপুরে হরিরামপুর থানার সৈয়দপুরগ্রামে জমিতে আল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী রজ্জব আলীকে (৩৫)কোদাল দিয়ে কোপ মেরে খুন করে বলে অভিযোগ ওঠে।এলাকাবাসী ও আত্মীয়-স্বজনেরা তাকে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পরেই অভিযুক্ত আব্দুল কালাম সেখান থেকে পালিয়ে গা ঢাকা দেয়। বুধবার দুপুরে হবিরামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পাই যে,অভিযুক্ত আবুল কালাম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তার এক নিকট আত্মীয় বাড়িতে লুকিয়ে রয়েছে।থানার আইসির নির্দেশ পেতেই রায়গঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুরের পুলিশ বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। খুন হওয়া যুবকের স্ত্রী তসলিমা বিবি অভিযোগ করে বলেন,”আবুল কালাম সহ তার পরিবারের চারজন মিলে দিনে দুপুরে আমার স্বামীকে খুন করেছে।আবুল কালাম ধরা পড়েছে বলে শুনেছি,বাকিরাও ধরা পড়ুক ও আইন তাদের ফাঁসি সাজা দেক সেই দাবি জানাই।” দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার জানিয়েছেন,”খুনের ঘটনায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী।বুধবার বিকেলে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে।” মঙ্গলবার দুপুরের ঘটনার পরে বুধবারেও মৃতের পরিবারও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here