হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরগ্রামে জমিতে সামান্য আল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জেরে দিন দুপুরে এক কৃষক যুবককে কুপিয়ে খুন করল এলাকারী এক প্রতিবেশী বলে অভিযোগ উঠেছে,হরিরামপুর ব্লক জুড়েই কেন একের পর এক ঘটে চলছে এমন অপ্রীতিকর ঘটনা,প্রশ্ন তুলেছেন অনেকেই-তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ১৫ এপ্রিল দক্ষিণ দিনাজপুর। সামান্য জমির আল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশি কৃষক যুবককে দিন দুপুরে জমির মধ্যেই কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরগ্রামে।গুরুতর আহত অবস্থায় ওই কৃষক যুবককে পাশের ব্লক উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন।অভিযুক্ত ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে জানা গেছে।কেন একের পর এক হরিরামপুর ব্লক জুড়েই এমন অপ্রীতিকর খুন ,খুনের চেষ্টার ঘটনা ঘটেই চলেছে তা নেই প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে। হরিরামপুর থানা পুলিশি সূত্রে জানা গেছে,প্রতিবেশীর হাতে খুন হওয়া ওই কৃষক যুবকের নাম রজ্জব আলী,বয়স(৩৫) বছর।তার বাড়ি হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরগ্রামে। মৃত রজ্জব আলীর পরিবার সূত্রের খবর ,সৈয়দপুর গ্রামেই রজ্জব আলীর জমির পাশেই রয়েছে এলাকার বাসিন্দা আবুল কালামের জমি।মঙ্গলবার দুপুরে খুন হওয়া রজ্জব আলী তার জমি দেখতে যান বলে জানা গিয়েছে।সেখানে গিয়ে তিনি দেখতে পান আবুল কালাম আজাদ তার জমির আল দখল করে নিয়েছে বলে দাবি করেন দিন দুপুরে খুন হওয়া পরিবারের সদস্যরা।অভিযোগ,জমির আল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে খুন হওয়া যুবকের সঙ্গে প্রতিবেশী আবুল কালাম আজাদদের সঙ্গে প্রথমে ঝামেলা ও পরে দুজনের মধ্যে গোলমাল শুরু হয়ে যায় জমির মধ্যেই । অভিযোগ, সেই সময় আবুল কালাম আজাদ তাঁর প্রতিবেশী রজ্জব আলীকে জমিতে কাজ করার জন্য নিয়ে যাওয়া কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে রক্তের বন্যা বইয়ে দেয়। তড়িঘড়ি তাকে পাশের উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকেরা গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। খুন হওয়া কৃষক যুবকের মা, জোসনায়ারা বিবি, স্ত্রী তসলিমা খাতুন,মৃতের বৌদি নার্গিস পারভীনরা অভিযোগ করে বলেন,সামান্য জমির আল দেবার ঘটনাকে কেন্দ্র করে দিন দুপুরে কুপিয়ে খুন করল আবুল কালাম আজাদ নামে প্রতিবেশী আমাদের পরিবারের সদস্যকে।আবুলের ফাঁসির দাবী জানাই।” মৃতের প্রতিবেশী মমিনা পারভীন,আজাহার হোসেনেরা অভিযোগ করে বলেন,”সামান্য জমির আল দেবার ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবেশীকে খুন করল আরেক প্রতিবেশী।অভিযুক্ত ফাঁসির দাবি জানাই।কেন একের পর এক হরিরামপুর জুড়ে এমন ঘটনা ঘটে চলেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।” গত এক মাসেই হরিরামপুরে দুটি এমন খুনের ঘটনার পাশাপাশি,জমি নিয়েই খুনের চেষ্টার ঘটনা সামনে এসেছে বেশ কয়েকটা।ঘটনার ভিডিও দেখে সাধারণ মানুষজনেরা প্রশ্ন তুলেছেন কেন হরিরামপুর ব্লক জুড়ে একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে। দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার জানিয়েছেন ,”জমির আল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি খুনের ঘটনা সামনে এসেছে।পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।” এমন ঘটনায় মৃতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।