ভুয়ো ছবিতে জ্বলছে বাংলা! সুকান্তর বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ দায়ের তৃণমূল ছাত্র পরিষদের

0
66

ভুয়ো ছবিতে জ্বলছে বাংলা! সুকান্তর বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ দায়ের তৃণমূল ছাত্র পরিষদের

বালুরঘাট, ১৪ এপ্রিল —— বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ভুয়ো ছবি পোস্ট করে রাজ্যের বিরুদ্ধে ‘মনগড়া আতঙ্ক’ ছড়ানোর অভিযোগ তুলল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় প্রতিটি থানায় অভিযোগপত্র জমা পড়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।

অভিযোগ, সুকান্তবাবু তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এমন কিছু ছবি পোস্ট করেন, যেগুলি কোনও ভাবেই পশ্চিমবঙ্গের নয়। সেগুলি মুম্বই, কেরালা কিংবা উত্তরপ্রদেশের পুরনো দাঙ্গার ছবি। অথচ, সেগুলিকে ‘পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা’র প্রমাণ হিসেবে পরিবেশন করার চেষ্টা করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এই পোস্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে ভীতি সঞ্চার করার কৌশল।

জেলা সভাপতি অমরনাথ ঘোষ বলেন, “এই পোস্ট বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে থানায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

যদিও, ব্যাপক সমালোচনার মুখে সেই বিতর্কিত পোস্ট পরে সরিয়ে দেওয়া হয়। তবে, তৃণমূলের দাবি, পোস্ট মুছে দিলেই দায় এড়ানো যায় না।

এনিয়ে পাল্টা সুর বিজেপির। দলের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “তৃণমূল এখন থানাকে তাদের শাখা কার্যালয় বানিয়ে ফেলেছে। রাজ্যে মূল্যবৃদ্ধি, বেকারি, কাটমানির প্রশ্নে জবাব না দিয়ে এসব করে মানুষের নজর ঘোরাতে চাইছে ওরা।”

সোশ্যাল মিডিয়ায় রাজনীতি এখন আর নিছক ‘পোস্ট’ নয়, তা হয়ে উঠছে ভোটের আগে জনমত গঠনের বড় হাতিয়ার। আর সেই হাতিয়ার ঘিরেই জেলায় জেলায় শুরু নতুন সংঘাতের পর্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here