বিজেপির রাজ্য সভাপতি এর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন

0
51

বিজেপির রাজ্য সভাপতি এর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন, পুলিশের কাছে দাবি করলেন ঘটনার তদন্ত করে তাকে গ্রেফতারের। শীতল চক্রবর্তী বালুরঘাট ১৪ এপ্রিল।বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ভুয়া পোস্ট করে অশান্তি সৃষ্টি করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহার নেতৃত্বে এদিন গঙ্গারামপুর থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।সোমবার দুপুরে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার বিষয় পুলিশ তদন্ত করে দেখে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের দাবি করেন তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। সংগঠনের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা অভিযোগ করে বলেন,”সমাজমাধ্যমে ভুয়ো ভিডিও,ছবি, উস্কানিমূলক বার্তা পোস্ট করে রাজ্যে জাতিদাঙ্গা ছড়িয়ে দিতে চাইছেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বরা। প্রশাসন তদন্ত করে দেখে করা ব্যবস্থা নেক সেই দাবি জানাই।” এদিনের এই আন্দোলনে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিপন দাস, তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুভম প্রসাদ,তৃণমূল ছাত্র পরিষদের সাইভার সেলের কনভেনার পবন সাহা সহ আরো একাধিক তৃণমূল ছাত্র সংগঠনের নেতারা। তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনে ব্যাপক পরিমানে ভিড় হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here