বালুরঘাটে আইপিএলের ধাঁচে দক্ষিণ দিনাজপুর জেলা প্রিমিয়াম লীগের খেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৫এপ্রিল,শনিবার গঙ্গারামপুরে আত্মপ্রকাশ হল রুদ্রানী বিএলডিপি কটচার্জ নামে একটি ক্রিকেটে টিমের,তারই হবে খেলার চ্যাম্পিয়ন,আশাবাদী কর্তৃপক্ষ শীতল চক্রবর্তী বালুরঘাট ১৪ এপ্রিল দক্ষিণ দিনাজপুর। জেলাতে এই সর্বপ্রথম আইপিএলের ধাঁচে দক্ষিণ দিনাজপুর জেলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হতে চলেছে আগামী ১৫ই এপ্রিল থেকে। বালুরঘাটের আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলার আয়োজন করা হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।শনিবার রাতে একটি অনুষ্ঠান মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের একটি ক্রিকেট টিমের আত্মপ্রকাশ করা হয়।রাতে রুদ্রানীর কালদিঘি রতনমালা কলোনীর অফিসে রুদ্রানী বিএলডিপি কটচার্জ নামে ক্রিকেট টিমের নাম প্রকাশ করা হয়।সাংবাদিক বৈঠক করা হয় কালদিঘি রতনমালা কলোনির রুদ্রানীর অফিসে।তাদের টিম আগামীতে চূড়ান্ত পর্যায়ে খেলবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আগামী ১৫ই এপ্রিল থেকে ৬টিমের আইপিএলের ধাপে দক্ষিণ দিনাজপুর জেলা প্রিমিয়াম লীগের খেলা অনুষ্ঠিত হতে চলেছে বালুরঘাটের আন্তর্জাতিক স্টেডিয়ামে।গঙ্গারামপুর মহকুমা থেকে একমাত্র খেলায় অংশগ্রহণকারী এই টিমটি রুদ্রানী বিএলডিপি কটচার্জ ফ্রাঞ্চাইজি(ক্রিকেট দল)হিসেবে খেলায় অংশ গ্রহন করব।৪টি দল বালুরঘাটের,একটি দল পতিরাম,আরেকটি গঙ্গারামপুর মহকুমার একমাত্র দল রুদ্রানী বিএলডিপি কটচার্জ।যা ফ্রাঞ্চাইজি(ক্রিকেট দলের) মাধ্যমে প্রতিটি টিম খেলায় অংশগ্রহণ করবে। জেলার সেরা ক্রিকেটারদের আমাদের দলে নেওয়া হয়েছে।টিমের ক্যাপ্টেন রয়েছেন বিপিন রায়, সহকারী ক্যাপ্টেন রয়েছেন প্রীতম বসাক। গঙ্গারামপুরের কালদিঘী রতনমালা কলোনীর রুদ্রানী অফিসের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রুদ্রানী বিএলডিপি কটচার্জ ফ্রাঞ্চাইজি(ক্রিকেট দলের) ম্যানেজার প্রীতম পাল মজুমদার।সেখানে রুদ্রাণী কর্ণধর শঙ্কর রায়,টিমের ক্যাপ্টেন বিপিন রায়, সহকারী ক্যাপ্টেন রয়েছেন প্রীতম বসাক। রুদ্রানী বিএলডিপি কটচার্জ ফ্রাঞ্চাইজি(ক্রিকেট দলের) ম্যানেজার প্রীতম পাল মজুমদার জানিয়েছেন,”রুদ্রানী গ্রুপের কর্ণধর শঙ্কর রায় আমাদের ডাকে এমনভাবে সাড়া না দিলে এত সুন্দর টিম তৈরি করতে পারতাম না।সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই ধরনের ক্রিকেট খেলা।আমাদের দলই হবে সেরা আশাবাদী তারা।” রুদ্রানী গ্রুপের কর্ণধর তথা রুদ্রানী বিএলডিপি কটচার্জ টিমের চেয়ারম্যান শংকর রায় জানিয়েছেন,”এই ধরনের ক্রিকেট খেলার মধ্য দিয়ে গ্রামগঞ্জের ক্রিকেটারেরা উঠে আসুক সে কারণেই এমন খেলায় অংশগ্রহণ করা।” আগামীতে আইপিএলের ধাচে দক্ষিণ দিনাজপুর জেলা প্রিমিয়াম লীগ ক্রিকেট প্রেমীদের কাছে অন্যমাত্রা এনে দেবে সে ব্যাপারে বলার অপেক্ষা রাখে না।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে আইপিএলের ধাঁচে দক্ষিণ দিনাজপুর জেলা প্রিমিয়াম লীগের খেলা অনুষ্ঠিত হতে চলেছে