ছাতার ছায়ায় কৃতজ্ঞতা! মানবিকতার নজির বালুরঘাট ট্রাক ওনার্স এসোসিয়েশনের
বালুরঘাট, ১৪ এপ্রিল —– রোদ যেন জ্বলন্ত আগুন, পিচের রাস্তা ফুটছে পায়ের তলায়। তবু একফোঁটা ছায়া ছাড়া দাঁড়িয়ে কর্তব্য পালন করছেন যাঁরা, তাঁদের পাশে দাঁড়াল এক দল পরিবহণকর্মী। মানবিকতার পরশ ছড়িয়ে বালুরঘাটে ট্রাফিক পুলিশের হাতে ছাতা তুলে দিল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড চত্বরে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের হাতে ছাতা তুলে দেন সংগঠনের সদস্যরা। চারপাশে তখন মাথার উপরে আগুন ঝরানো রোদ। তার মধ্যেই এই ছোট্ট উপহারে হাসি ফুটল ক্লান্ত মুখে।
সংগঠনের সাধারণ সম্পাদক চঞ্চল সাহা বলেন, “ওঁরা না থাকলে রাস্তায় শৃঙ্খলা থাকত না। এই ছাতা শুধু রোদের প্রতিরোধ নয়, কৃতজ্ঞতার প্রতীকও বটে।” তিনি জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের সহায়তা পৌঁছে দিতে চান তাঁরা।
পুলিশকর্মীদের কথায়, “রোদে ছায়া যেমন জরুরি, মানুষের পাশে পাওয়া তার চেয়েও বেশি। এই সৌজন্য আমাদের কাজের মনোবল বাড়াবে।”