খাওয়ার লোভ দেখিয়ে পাচ বছরের শিশুকে ধর্ষণ পরিত্যক্ত স্কুল ভবনে! হিলিতে পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত যুবক
বালুরঘাট, ১৪ এপ্রিল —— কুরকুরে খাওয়ানোর লোভ দেখিয়ে পরিত্যক্ত স্কুল ভবনে নিয়ে গিয়ে পাচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলির। ঘটনার পরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে হিলি থানার পুলিশ। এদিকে ওই শিশুর দেহের মেডিকেল পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত স্কুল ভবনে কুরকুরে দেবার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিয়ে যায় অভিযুক্ত যুবক। যেখানেই তার উপর নির্মম ও পাশবিক অত্যাচার চালায় ওই অভিযুক্ত যুবক বলে অভিযোগ। যন্ত্রনায় ছটফট করতে থাকা শিশুটি যে ঘটনার কথা তার পরিবারের লোককে জানাতেই অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ জানানো হয় শিশুর পরিবারের তরফে। যে অভিযোগ পেয়েই ওই যুবককে গ্রেপ্তার করে হিলি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও এধরনের ঘটনার অভিযোগ উঠেছিল। সোমবার অভিযুক্ত যুবককে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস জানিয়েছেন, ঘটনা জানবার পরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী অর্ঘ্য দাস বলেন, নাবালিকাকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত যুবকের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুজক্তের বিরুদ্ধে যুক্ত হয়েছে পকসো আইনও।