হরিরামপুর ১কোটি ১৭লক্ষ টাকার রাস্তার কাজের সূচনায় মন্ত্রী ,সাধুবাদ জানালেন সকলেই শীতল চক্রবর্তী বালুরঘাট ১২ এপ্রিল হরিরামপুর।প্রায় ১কোটি ১৭লক্ষ টাকা বরাদ্দে রাস্তার কাজের সূচনা করলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।শনিবার বিকেলে হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড় থেকে সোনাহান গ্রামে দুই কিলোমিটার রাস্তার কাজের সূচনা করা হয় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে। সেখানে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী,হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনোজিৎ দাস হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া,হরিরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ উত্তম দাস ,জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ খগেশ্বরদেব শর্মা,হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফিরোজ আলম শিরশী গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দন,সিংহ শিরশী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাকির হোসেন সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,”মানুষজনদের জন্য
আমাদের সরকার রয়েছে।চেষ্টা করছি মানুষজনদের দেওয়া কথা রাখতে।”
মন্ত্রীর এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।