কয়েক ঘন্টা ধরে ক্ষতিগ্রস্ত গঙ্গারামপুর শহরে ব্লকে বিভিন্ন এলাকা, সহযোগিতার দাবি বাসিন্দাদের,আশ্বাস প্রশাসনের শীতল চক্রবর্তী বালুরঘাট ১৩ এপ্রিল। প্রচণ্ড গতিতে হওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল গঙ্গারামপুর শহর ও ব্লকের বিস্তীর্ণ এলাকাগুলি।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১৮টি ওয়ার্ডের মধ্য বেশ কয়েকটি ওয়ার্ডে ভেঙে গিয়েছে বহু বিদ্যুতের পোল,গাছ, বাড়ি ঘরগুলি।গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বেশকিছু বাড়িঘর।ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি। যার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে গঙ্গারামপুরের শহর ও ব্লকের বেশ কিছু এলাকায় বলে বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর।এদিকে বাড়িঘর ভেঙে পড়ায় গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েতের প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন।অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান ও উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধানও।
জানা গিয়েছে,শনিবার গভীর রাতে গঙ্গারামপুর শহর ও ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ব্যাপক ঝড় তার সঙ্গে টানা বৃষ্টি ।যার জেরে ক্ষতিগ্রস্ত হয় শহর এলাকার মানুষজনদের পাশপাশি উদয় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা গুলি।ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা সহ বাড়িঘর।তেমনি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গারামপুর শহর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ির বিভিন্ন জায়গা,১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি ওয়ার্ডের ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী, পালশা সহ বিভিন্ন এলাকাগুলি।ঝড়ে ভেঙে গেছে বাড়ি ঘর।এতেই দুশ্চিন্তায় এলাকার মানুষজন। এমতোবস্থায় সরকারী সাহায্যের দাবি তুলেছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনেরা।
এমন ঘটনা খবর পেতে রবিবার সকালে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বাসিন্দাদের সমস্যার বিষয়টি খতিয়ে দেখে তাদের পাশে থাকার আশ্বাস দেন। গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন,”মানুষজনদের পাশে পুরসভা রয়েছে। অবশ্যই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।”। উদয় গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত এক এলাকাবাসী নিউটন মন্ডল বলেন,”ঝড়ে সব শেষ হয়ে গেছে।প্রশাসন ও পঞ্চায়েতে পাশে এসে সহযোগিতা করুক সেই দাবি জানাই।
এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত বরন কুন্ডু। তিনি,”ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।” গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল জানিয়েছেন,”বাসিন্দাদের ক্ষতিপূরণের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।