নেশাতে আসক্ত যুবকদের জন্যই বুনিয়াদপুর শহরে গত তিন মাসে হয়েছে ২৪টি চুরি হয়েছে,থানা পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ সকলের,পুলিশের কাজে শহরের বাসিন্দা,রাজনীতিক দল থেকে ব্যবসায়ী মহলও প্রশ্ন তুলেছেন,তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ১০এপ্রিল।চুরির ঘটনা যেন থামতেই চাইছেনা শহরজুড়ে।অভিযোগ,চুরির হাত থেকে বাদ যায়নি ব্যাবসায়ী,সিভিকদের বাড়ি থেকে রাজনীতি দলের নেতাদের পরিবার সহ পুলিশদের পরিবারেও। প্রশাসন সূত্রে খবর,প্রায় গত তিন মাসে ২৪টি বেশি চুরি হয়েছে।যার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষাধিক টাকা।বুধবার রাতেও ফের ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুনিয়াদপুর শহরে।অভিযোগ,পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে শহরবাসী যাদের বাড়িতে চুরির ঘটনায় শহরবাসী বরেন হালদার,সরস্বতী হালদারেরা অভিযোগ করে বলেন,”ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে নেশাতে আসক্ত যুবকেরাই এমন চুরির ঘটনা ঘটিয়ে চলছে বহুদিন ধরেই। চুরি বন্ধ করার দাবি জানাই পুলিশের কাছে। সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক মোসাদ্দেক হোসেন অভিযোগ করে বলেন,”পুলিশ চুরি বন্ধ করতে না পারলেও রাতে থানা এলাকা দিয়ে কোন গাড়ি করে পরিবার নিয়ে কেউ যেতে লাগলে পুলিশ কিছু দাবি করে ,তা না পেলেই ঝামেলা করে যাত্রীদের সাথে বলে অভিযোগ তার।চুরি বন্ধ হোক সেই দাবি জানাই।” জেলা কংগ্রেস নেতা কে ডি ভৌমিক অভিযোগ করে বলেন,”পুলিশ আগে চুরির ঘটনা বন্ধ করুক।তার পরে রাতে শহর এলাকার মধ্যে পাহাড়া দিক।দক্ষিনার খোঁজে গিয়ে চরম ভোগান্তির মধ্যে তাদের ফেলছে বলেও বলে অভিযোগ করেন তিনি।” বুনিয়াদপুরে ব্যবসায়ী সমিতির সম্পাদক রঞ্জিত ব্রহ্ম অভিযোগ করে বলেন,”বুনিয়াদপুরে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে।আমারা ব্যবসায়ীরাও আতঙ্কের মধ্যে রয়েছি।” বুনিয়াদপুর পুরসভার চেয়াপারসন কমল সরকার বলেন”শহরবাসী চুরির বিষয়ে বিষয় গুলি জানিয়েছিলেন,পুলিশ প্রশাসনকে গুরুত্বসহকারে দেখতে বলেছি।” অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার বলেন,পুরো বিষয়টি পুলিশকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেছি।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর নেশাতে আসক্ত যুবকদের জন্যই বুনিয়াদপুর শহরে গত তিন মাসে হয়েছে ২৪টি চুরি...