হরিরামপুর রাম নবমীতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখে শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার তরফে গোটা হরিরামপুর জুড়ে রুট মার্চ করা হলো যেখানে হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে এদিন রুট মার্চ করা হয় জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার রামনবমী রয়েছে আর সেই রামনবমীতে সামিল হবেন সকল স্তরের মানুষেরা গোটা হরিরামপুর জুড়ে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মিছিল আর সেই রামনবমীতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখে হরিরামপুর থানার উদ্যোগে আজ গোটা হরিরামপুর জুড়ে রুট মার্চ করা হয়।