গঙ্গারামপুরে হাসপাতালের সামনে দুপক্ষের পুরনো বিবাদের জেরে আহত হল ৪জন ,ভাঙচুর হল একটি বাড়ি সহ টোটো, তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ৪ এপ্রিল।পুরনো বিবাদকে কেন্দ্র করে দুইপক্ষের বিবাদে আহত আহত হয়েছেন ৪জন।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার হাসপাতাল সামনে।এমন ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুরের পাশাপাশি এক যুবকের টোটো ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।উভয় পক্ষই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একে অপরের বিরুদ্ধে।পুলিশ একজনকে গ্রেফতার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশি সূত্রের খবর,বেশ কয়েকদিন আগে এলাকারই কিছু যুবকদের সঙ্গে এলাকারই কিছু যুবকদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়।সেখানে তাদের মধ্যে গোলমাল হয় এবং সেই সময় মামলাও দায়ের হয়।যে ঘটনা নিয়ে সেখানে উত্তেজনাও ছিল। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি পক্ষে যুবকদের মারধর করার ঘটনাকে কেন্দ্র করে অপরপক্ষের লোকজনেরা বাড়ি ভাঙচুর করার পাশাপাশি একটি টোটো ভাঙচুর করে।ঘটনা উভয় পক্ষের মধ্যে গোলমালে চারজন আহত হয়। চারজনকেই রাতে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তাদের চিকিৎসা চলছে সেখানেই। ঘটনার খবর পাবার পরেই সেখানে ছুটে যান গঙ্গারামপুর থানার বিরাট পুলিশ বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে।সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকা সন্দেহে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।শুক্রবার থাকে গঙ্গারামপুর আদালতে পাঠানো হয়। এই ঘটনা নিয়ে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ জানালেও কেউ কোন কিছু বলতে রাজি হয়নি। গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছেন,”পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”