গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি মিশন পাড়ায় মানসিক অবসাদে আদিবাসী এক ঈশ্বর ,শোকাহত পরিবার সহ এলাকাবাসীরা- তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ২৬ মার্চ।মানসিক অবসাদে ভুগে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী এক আদিবাসী কিশোর বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গালাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি মিশনের এলাকায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুঘাট হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে,মানসিক অবসাদে ভুগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ওই আদিবাসী কিশোরের নাম বেঞ্জামিন হেমরম(১৭),তার বাড়ি ১৫নম্বর ওয়ার্ডের রাজিবপুর মিশনপাড়া এলাকায়।মৃতের পরিবার সূত্রে জানা গেছে,গতকাল রাত্রিতে হঠাৎ বাড়ি থেকে ওই কিশোর নিখোঁজ হয়ে যায়।পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।এদিন সকালে শিববাড়ি রাজিবপুর মিশনের পাশে একটি আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় এবছরেই মাধ্যমিক পরীক্ষার্থী বলে খবর। এলাকার স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়েই ১৫নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীনেশ হেমরম ও বর্তমান কাউন্সিলর তথা গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসকে বিষয়টি জানান।প্রাক্তন ও বর্তমান কাউন্সিলেরা গঙ্গারামপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এবিষয়ে প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর দ্বিনেশ হেবরম ও জয়ন্ত কুমার দাসেরা বলেন,”মানসিক অবসাদে ভুগে এমন কাজ করেছে ওই পরীক্ষার্থী আদিবাসী কিশোর বলে জানতে পেরেছি।ওই পরিবারকে সমবেদনা জানাই।” গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছে,”মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে। এমন ঘটনায় মৃতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।