গঙ্গারামপুরে শিক্ষার নতুন দিগন্ত! টেকনো ইন্ডিয়া গ্রুপের স্কুল উদ্বোধনে উচ্ছ্বাস
গঙ্গারামপুরের শিক্ষা জগতে এক নতুন অধ্যায়ের সূচনা! টেকনো ইন্ডিয়া গ্রুপ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন স্কুলের দরজা খুলে দিল নারয়ের রঘুনাথপুরে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন ও ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের এসিস্ট্যান্ট ডিরেক্টর সন্দীপ দাস, সুস্পর্শ ট্রাস্টির সদস্য রাজিব পান্ডে, শোভন দাস, নিরেশ পাল, রাহুল আগরওয়াল নারায়ন আগরওয়াল, প্রনব সাহা, সুপ্রতীক চৌধুরী, জাসমিন ভিক্টোরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
শিশুদের আধুনিক শিক্ষাদানের লক্ষ্যে নির্মিত এই প্রতিষ্ঠানটি নার্সারি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার সুযোগ প্রদান করবে। উন্নত পাঠক্রম, সুসজ্জিত শ্রেণিকক্ষ, খেলার বিশাল মাঠ ও পরিপূর্ণ শিক্ষা পরিবেশ—সবই থাকছে এই ক্যাম্পাসে। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত হলেও উন্নত রাস্তার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সকাল থেকেই জমায়েত হয়েছিল অসংখ্য মানুষ। খুদে পড়ুয়াদের সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গান ও সৃজনশীল উপস্থাপনায় মুগ্ধ হয় অভিভাবক ও স্থানীয়রা। এককথায়, গঙ্গারামপুরে শিক্ষা ও উন্নয়নের পথ আরও প্রশস্ত করল টেকনো ইন্ডিয়া গ্রুপের এই ঐতিহাসিক পদক্ষেপ!