চুরি যাওয়া সোনার জিনিস উদ্ধার সহ পুলিশের হাতে গ্রেপ্তার ২

0
115

চুরি যাওয়া সোনার জিনিস উদ্ধার সহ পুলিশের গ্রেফতার হাতে গ্রেপ্তার ২ ,পাঠানো আদালতে শীতল চক্রবর্তী বংশীহারী ২৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।চুরি হওয়ার বেশ কয়েক ঘণ্টা পরেই চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সহ দুই চোরকে গ্রেফতার করলে পুলিশ।পুলিশ বড় সাফল্য পেল বলে বংশীহারী থানা পুলিশের দাবি।অভিযুক্তদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের।পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে আরো বহু তথ্য বের হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত ২৩ডিসেম্বর শীতের রাতে বুনিয়াদপুর শহরের কোটমোড় এলাকায় ফাঁকা বাড়িতে ঢুকে অভিযুক্তরা ভয়াবহ চুরির ঘটনা ঘটায়।বাড়ির দরজার গ্রিল ভেঙে অভিযুক্তরা বাড়ির ভিতরে ঢুকে পরে এবং ভিতরের আলমারি ও শোকেশ ভেঙে ছয় ভরি সোনা ও ৬হাজার নাগাদ টাকা চুরি করে অভিযুক্তরা নেয় বলে থানায় অভিযোগ জানায় চুরি যাওয়া বাড়ির মালিক। বংশীহারী থানার পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্তে নামে বংশীহারী থানার এসআই গৌতম তালুকদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা বৃহস্পতিবার রাত্রিতে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত দুইজনের নাম সুশান্ত বর্মন (৩০), বাড়ি বংশীহারী থানার বুনিয়াদপুর শহরের বড়াইল এলাকায় ও গৌরাঙ্গ অধিকারী (৩৮),বাড়ি পতিরাম থানার বাউল বাজার এলাকায়।এদের দুজনের কাছ থেকে বেশ কিছু সোনার গয়না উদ্ধার করে পুলিশ বলে দাবি তাদের। পুলিশি সূত্রে জানা গিয়েছে,চঞ্চল নামে আরো এক দুষ্কৃতী এই দুই অভিযুক্তের সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশের দাবি।তাকেও দ্রুত গ্রেফতার করে সমস্ত চুরি যাওয়া সোনা উদ্ধার করবে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের দাবি,অভিযুক্ত গৌরাঙ্গ অধিকারী কোটমোড় ফাঁকা বাড়িতে ঢুকে সোনা ও টাকা চুরি করেছে। আমাদের সঙ্গে আরো একজন রয়েছে চঞ্চল নামে যুবক বলেও পুলিশের দাবি।
এবিষয়ে অতিরক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার জানিয়েছেন, অভিযোগ পেতেই পুলিশ দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা করে ও তাদের কাছে বেশ কিছু সোনার গয়না পাওয়া গিয়েছে। আশা করছি অতি দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেফতার করে চুরি যাওয়া সোনা উদ্ধার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here