বালুরঘাটে লাইফটাইম এচিভমেন্ট হরিমাধবকে, জেলাশাসকের হাত ধরে শুভ সূচনা নাট্যপার্বনের
বালুরঘাট, ২৬ ডিসেম্বর —– বাংলার গর্ব হরিমাধব মুখোপাধ্যায়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান জানিয়ে বালুরঘাটে শুরু হল তৃতীয় বর্ষের নাট্য পার্বন। বৃহস্পতিবার শহরের চকবাখরে অবস্থিত নাট্য উৎকর্ষ কেন্দ্রে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বুনিয়াদপুর পুরপ্রশাসক কমল সরকার, জেলাপরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার এবং কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডল।
মুলত নতুন প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিয়ে
এবারের নাট্য পার্বনে অংশগ্রহণ করছে ২০টি নাট্যদল, যার মধ্যে তিনটি স্কুলের দলও রয়েছে। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “এই নাট্য পার্বন শুধুমাত্র জেলার নাট্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে না, বরং নতুন প্রতিভাকে সামনে আনতে সাহায্য করবে। প্রতিবছর এই উৎসব ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।”
জেলার নাট্যমঞ্চের অন্যতম স্তম্ভ হরিমাধব মুখোপাধ্যায়কে এদিন লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান প্রদান করে তাঁর দীর্ঘ কর্মজীবন এবং নাটকের প্রতি তার অবদানকে স্মরণ করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে । যা নাট্যপ্রেমীদের কাছে একটি বিশেষ গর্বের মুহূর্ত বলেও মনে করেন অনেকে। এদিনের এই উৎসব জেলার নাট্যজগতের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করবে বলে আশাবাদী নাট্যপ্রেমীরা। পাঁচ দিন ধরে চলবে নাটকের জয়যাত্রা, যেখানে প্রতিদিন একাধিক নাটকের পরিবেশনা দেখা যাবে। উৎসবের প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে।
এই নাট্য পার্বন উৎসব শুধু বিনোদনের নয়, নাটকের প্রতি জেলার মানুষের ভালোবাসা এবং নতুন প্রজন্মের প্রতিভাকে তুলে ধরার এক বিশেষ মঞ্চ।